মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মী নিহত হয়েছেন। একই হামলায় একজন রেড ক্রিসেন্ট কর্মী এবং আরও ২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
পূর্ব আজারবাইজানের গভর্নর বেহরাম সারমাস্ত রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল প্রদেশজুড়ে ১৯টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ তাবরিজ শহরও রয়েছে। সারমাস্ত আরও জানান, তাবরিজের ১২টি স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া বোস্তানাবাদ, শাবেস্তার, আজারশাহর, মারাগেহ এবং তুর্কমেনচায় কাউন্টিতেও অতিরিক্ত হামলা চালানো হয়।
পৃথকভাবে, রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় আরও দুই জন নিহত হয়েছে।
গত শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানে প্রথম আক্রমণ শুরু করে, যেখানে তারা তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালায় এবং শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও নেতৃস্থানীয় বিজ্ঞানীদের হত্যা করে বলে দাবি করা হয়। এরপর শুক্রবার দিনগত রাতে ইরান ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শনিবারও ইরানের শহর ও স্থাপনায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। এর প্রতিক্রিয়ায় গত রাতে ইরানের পক্ষ থেকে আরও একটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ইসরায়েলজুড়ে আঘাত হানে, যা সংঘাতকে আরও ঘনীভূত করেছে।
নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক