নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় রাজ্য বেনুতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া। এই হামলার ঘটনায় অঞ্চলটিতে জাতিগত ও ধর্মীয় সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই হামলা শনিবার ভোররাত পর্যন্ত অব্যাহত ছিল। অ্যামনেস্টি আরও উল্লেখ করে, "অনেক মানুষ এখনো নিখোঁজ। বহু মানুষ আহত হয়েছেন এবং তারা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অনেক পরিবারকে তাদের ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।"
নাইজেরিয়ার বেনু রাজ্য দেশটির 'মিডল বেল্ট' বা মধ্যাঞ্চলের পূর্ব সীমান্তে অবস্থিত। এই রাজ্যটিতে মূলত উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলের কৃষিজীবী জনগোষ্ঠীর মিলন ঘটেছে। এই অঞ্চলে জমি ব্যবহার নিয়ে দীর্ঘদিনের প্রতিযোগিতা বিদ্যমান। পশুপালকরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমি চায়, অন্যদিকে কৃষকরা চাষের জন্য আবাদি জমি চায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার সঙ্গে ধর্মীয় ও জাতিগত বিভক্তি যুক্ত হয়ে পরিস্থিতি প্রায়ই মারাত্মক সংঘর্ষের দিকে মোড় নেয়।
গত মাসেও বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট জেলাজুড়ে ধারাবাহিক হামলা চলাকালে সন্দেহভাজন পশুপালকদের গুলিতে অন্তত ৪২ জন নিহত হয়েছিলেন।