দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়া নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে তৈরি হওয়া জঞ্জাল মুক্ত করার দাবি জানান। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।
হেফাজতে ইসলামের এ নেতা বলেন, নির্বাচন গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের একটি পদ্ধতি। যেহেতু দীর্ঘ সময় এ দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ ভোটকে হাস্যকরে পরিণত করেছে।
ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে এ দেশের নাগরিক হিসেবে আমরা দ্রুত নির্বাচনের দাবি করছি। কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে ১৬ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, সে জঞ্জাল মুক্ত না করলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জঞ্জাল মুক্ত করে দ্রুত নির্বাচনের দাবি করছি।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল কিংবা জোটকে হেফাজতে ইসলাম সমর্থন করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হেফাজতে ইসলাম অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচনে কাউকে সাংগঠনিকভাবে সমর্থনও করবে না। তবে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ দেশের নাগরিক, ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন কিংবা ভোট দিতে পারেন যে কেউ। তবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেশবাসী ও মুসলমানদের কাছে আহ্বান হলো আল্লাহ, কোরআন এবং রসুলের (সা.) বিরুদ্ধে আইন করার মানসিকতার কোনো শক্তি যেন ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকা। যারা ইসলামের পক্ষে থাকে তাদের নির্বাচিত করবে এ দেশের তৌহিদি জনতা।