ঢাকা | বঙ্গাব্দ

বিস্ফোরক সব মন্তব্যে তোলপাড় ফেলে দিলেন নেতানিয়াহু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
বিস্ফোরক সব মন্তব্যে তোলপাড় ফেলে দিলেন নেতানিয়াহু ছবির ক্যাপশন: বিস্ফোরক সব মন্তব্যে তোলপাড় ফেলে দিলেন নেতানিয়াহু
ad728

রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের ফলে দেশটিতে ‘সরকার পরিবর্তন’ ঘটতে পারে।

ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’ অনুষ্ঠানে উপস্থাপক ব্রেট বেয়ার প্রশ্ন করেন, ‘এই হামলার লক্ষ্য কি সরকার পরিবর্তন?’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘এটা অবশ্যই একটা সম্ভাব্য ফল হতে পারে, কারণ ইরানের সরকার অত্যন্ত দুর্বল।’ 

এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও এমন অনেক বিস্ফোরক মন্তব্য করেন, যা বিশ্বে চাঞ্চল্য তৈরি করেছে।

আরও পড়ুন
হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা
হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা
১৫ জুন, ২০২৫
 

 

তিনি দাবি করেন, ইসরায়েল তেহরানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার ডেপুটিকে হত্যা করেছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা দুটি অস্তিত্বগত হুমকি—পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দূর করতে যা কিছু করা দরকার, তা করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু নিজেদের রক্ষা করতেই নয়, বরং বিশ্বের অন্যতম বিপজ্জনক এই শাসনের হাত থেকে গোটা বিশ্বকে রক্ষা করতেও পদক্ষেপ নিচ্ছি। আমরা বিশ্বের সবচেয়ে ভয়ংকর শাসনের হাতে বিশ্বের সবচেয়ে ভয়ংকর অস্ত্র থাকতে দিতে পারি না।’

আরও পড়ুন
নিজেদের অবস্থান জানিয়ে ফোনে ইরানি প্রেসিডেন্টকে যে বার্তা দিলেন সৌদি যুবরাজ
নিজেদের অবস্থান জানিয়ে ফোনে ইরানি প্রেসিডেন্টকে যে বার্তা দিলেন সৌদি যুবরাজ
১৫ জুন, ২০২৫
 

 

নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা দ্বিতীয়বার গণহত্যা—পারমাণবিক গণহত্যা—হতে দেব না। আগের শতকে আমরা একবার তা দেখেছি।’

শুক্রবার ভোর থেকে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে ইরানের সামরিক, পরমাণু, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি স্থাপনার ওপর। এতে একাধিক শীর্ষ জেনারেল ও বিজ্ঞানী নিহত হয়েছেন। জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

নেতানিয়াহু জানান, হামলার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘সম্পূর্ণ সমন্বয়ে’ কাজ করছে।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের কাছে যে অনুরোধ করলো ইরাক
যুক্তরাষ্ট্রের কাছে যে অনুরোধ করলো ইরাক
১৫ জুন, ২০২৫
 

 

ট্রাম্পের ওপর হামলার প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, ২০২৪ সালে ট্রাম্পের ওপর দুটি হত্যাচেষ্টার পেছনে ছিল ইরান।

প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের প্রক্সির মাধ্যমে। তারা ট্রাম্পকে হত্যা করতে চায়। তিনি তাদের এক নম্বর শত্রু। তিনি কখনও দুর্বল বার্তার মাধ্যমে সমঝোতায় যাননি। তিনি পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলেছেন, কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন—‘তোমরা পারমাণবিক অস্ত্র রাখতে পারো না’।’

এছাড়া নেতানিয়াহু অভিযোগ করেন, ‘তারা (ইরান) আমাকেও হত্যাচেষ্টা করেছে। আমার শয়নকক্ষে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল—তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।’

সূত্র: আনাদোলু এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স