ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো ইরান ছবির ক্যাপশন: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো ইরান
ad728

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানী তেহরানে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি ও ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম এসমাইল ফেকরি। তিনি গত ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিলেন।

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ফেকরি মোসাদের সঙ্গে সম্পৃক্ত দুই এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত কয়েক সপ্তাহে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এটি তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকর।

এছাড়াও সোমবার তেহরানের রেই কাউন্টির ফাশাফুয়েহ এলাকায় দুই সন্দেহভাজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে বিশেষ পুলিশ বাহিনী। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, ড্রোন ও লঞ্চার উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, রোববার আলবোরজ প্রদেশে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধেও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স