ঢাকা | বঙ্গাব্দ

অল্পের জন্য রক্ষা পেলেন রেডিও তেহরানে কর্মরত ৮ বাংলাদেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কার্যালয় ভবনে গত সোমবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও তেহরানে কর্মরত আটজন বাংলাদেশি নাগরিক অক্ষত রয়েছেন। ছবির ক্যাপশন: ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কার্যালয় ভবনে গত সোমবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও তেহরানে কর্মরত আটজন বাংলাদেশি নাগরিক অক্ষত রয়েছেন।
ad728
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কার্যালয় ভবনে গত সোমবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও তেহরানে কর্মরত আটজন বাংলাদেশি নাগরিক অক্ষত রয়েছেন। এই ভবনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও তেহরানেরও দপ্তর রয়েছে, যেখানে বাংলা বিভাগে এই বাংলাদেশিরা কাজ করেন। হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হলেও সৌভাগ্যবশত বাংলাদেশিদের কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই হাজারেরও বেশি বাংলাদেশি ইরানে অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন, যার মধ্যে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারসহ ৪০ জন, রেডিও তেহরানের ৮ বাংলাদেশি ও তাঁদের পরিবারসহ ২৭ জন, ১০-১২ জন শিক্ষার্থী এবং প্রায় ১০ জন পেশাজীবী।

এছাড়াও, ইরানের অন্যান্য স্থানে প্রায় ৬০০ বাংলাদেশি ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এবং সেখানে বিয়ে করে স্থায়ী হয়েছেন। প্রায় ২০০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। প্রায় ৮০০ বাংলাদেশি ১০ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন। মানব পাচারের ট্রানজিট দেশ হিসেবে ইরানে সব সময় ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায় থাকেন।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স