ঢাকা | বঙ্গাব্দ

বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার আয়োজনে খাদ্যে ভেজালবিরোধী সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার আয়োজনে খাদ্যে ভেজালবিরোধী সভা ছবির ক্যাপশন: বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার আয়োজনে খাদ্যে ভেজালবিরোধী সভা
ad728

পটুয়াখালীর বাউফল উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (২৪ জুন) উপজেলা সদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের হল রুমে দুপুর ১২টায় সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ঈমাম, শিক্ষার্থী ও কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার সভাপতি মারনুচ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অহিদুজ্জামান সুপন।

তিনি বলেন, ‘ভেজাল খাদ্য দ্রব্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। ভেজাল খাবারের কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। ভেজাল খাদ্যসামগ্রী মূলত মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খুব সহজে দুর্বল করে। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দ্রুত রোগাক্রান্ত করে দেয়। শুধু খাদ্যে ভেজাল থেকে বেড়িয়ে আসলে চলবে না। আমাদের কৃষিকেও বিষমুক্ত অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

ইংরেজি বিভাগের কলেজ শিক্ষক আবু সাঈদ বলেন, ‘সুস্থ দেহের জন্য প্রয়োজন নির্ভেজাল খাদ্য। অসচেতনতার কারণে আমাদের শরীরে নানাভাবে ভেজাল খাদ্য প্রবেশ করছে। এটিকে রোধ করতে না পারলে সুস্থতা নিয়ে বেড়ে ওঠা সম্ভব না। এজন্য সব শ্রেণি পেশার ব্যবসায়ীকে সচেতন হতে হবে।’ 

বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মেধা মনন ও সৃজনশীলতার জন্য ভেজাল খাদ্য পরিহারের বিকল্প নাই। খাদ্যে ভেজাল এটি একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এর থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমরা সচেতন হয়েছিলাম বলেই অল্প দিনে করোনার মতো মহামারিকে সহজেই মোকাবেলা করতে পেরেছি। খাদ্যে ভেজাল মানব সৃষ্ট সমস্যা। আমাদের সচেতনতাই এর থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। ভেজাল খাবার মানে নিরব ঘাতক।’

ব্যবসায়ীদের পক্ষে মাওলানা রহমত উল্লাহ বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী সভা। এ ধরনের সমাজ সচেতনতামূলক সভা বা প্রচার-প্রচারণা কেউ করেন না। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বসুন্ধরা শুভসংঘ আগামী দিনগুলোতে আরও ব্যাপক পরিসরে আয়োজন করবেন এমনটাই আশা করছি। আজকের এ আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।’ 

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার সহসভাপতি তানবির বাপ্পি, আরিফুর রহমান জুলহাস, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফাত হোসেন জিসান, ক্রীড়া সম্পাদক কাইউমুর রহমান সবুজ, সদস্য মো. জাকির হোসেন প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স