পটুয়াখালীর বাউফল উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (২৪ জুন) উপজেলা সদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের হল রুমে দুপুর ১২টায় সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ঈমাম, শিক্ষার্থী ও কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার সভাপতি মারনুচ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অহিদুজ্জামান সুপন।
তিনি বলেন, ‘ভেজাল খাদ্য দ্রব্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। ভেজাল খাবারের কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। ভেজাল খাদ্যসামগ্রী মূলত মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খুব সহজে দুর্বল করে। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দ্রুত রোগাক্রান্ত করে দেয়। শুধু খাদ্যে ভেজাল থেকে বেড়িয়ে আসলে চলবে না। আমাদের কৃষিকেও বিষমুক্ত অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
ইংরেজি বিভাগের কলেজ শিক্ষক আবু সাঈদ বলেন, ‘সুস্থ দেহের জন্য প্রয়োজন নির্ভেজাল খাদ্য। অসচেতনতার কারণে আমাদের শরীরে নানাভাবে ভেজাল খাদ্য প্রবেশ করছে। এটিকে রোধ করতে না পারলে সুস্থতা নিয়ে বেড়ে ওঠা সম্ভব না। এজন্য সব শ্রেণি পেশার ব্যবসায়ীকে সচেতন হতে হবে।’