ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়ায় জোর দিয়েছে ইরান। যদিও দুই বছর আগেই এই চিন্তা শুরু করেছিল দেশটি। সংঘাতের মধ্যেই দুজন বিকল্পও পেয়েছে তেহরান। বলা হচ্ছে- এই দুজন আরো দৃঢ়চেতা! একজন হলেন সর্বোচ্চ নেতার ৫৬ বছর বয়সী পুত্র মোজতাবা খামেনি এবং অন্যজন ইসলামিক বিপ্লবের গুরু খোমেনির নাতি ৫৩ বছর বয়সী হাসান খোমেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ কর্মকর্তার বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরায়েল।
চলমান সংঘাতে খামেনি হঠাৎ প্রাণ হারালে নতুন নেতার নাম ঘোষণার জন্য প্রস্তুত থাকতে চাইছে তেহরান। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিকল্প নেতার নাম ঘোষণার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তারা।
ওই কর্মকর্তারা আরও বলেছেন, ৮৬ বছর বয়সী খামেনিকে সপরিবারে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে রেভল্যুশনারি গার্ডসের বিশেষ শাখা ভ্যালি ইয়ে আমর। সর্বোচ্চ নেতাকে বিকল্প নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নিয়মিতভাবে অবহিত করা হচ্ছে।