আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় শোভাযাত্রার উদ্বোধন করেন- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আইএসপিআর জানায়, “Let’s Move” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং একই সঙ্গে অন্যদেরও ক্রীড়াচর্চায় অনুপ্রাণিত করা। দেশের ৭টি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহায়তায় একযোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
আইএসপিআর আরও জানায়, ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় শোভাযাত্রাটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ ক্রীড়াপ্রেমীসহ দুই হাজারের অধিক ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং রূপায়ণ গ্রুপ ও দেশ রূপান্তর পত্রিকার উপদেষ্টা আব্দুল গাফফার।