ঢাকা | বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান ছবির ক্যাপশন: শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগই দেশে ফ্যাসিবাদী শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফিয়াতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।”

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “আওয়ামী শাসনে দেশ পরিণত হয়েছিল একটি জ্বলন্ত অগ্নিগিরিতে। নির্বাচনের আগে আমাদের প্রার্থীদের বাধা দেওয়া হয়, কর্মীদের তুলে নিয়ে আটক করে নির্যাতন চালানো হয়। এটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। আগুনকে ছাইচাপা দিয়ে রাখা যায় না—শেষ পর্যন্ত ফ্যাসিবাদের তখতে তাউস ভেঙে পড়েছে।”

তিনি বলেন, দীর্ঘ দুঃশাসনে দেশ অপরাধ ও মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। হত্যা, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসে দেশ ছিল কার্যত অকার্যকর। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহে এখন পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। “জনগণ আমাদের ওপর আস্থা রাখলে আমরা ন্যায়-ইনসাফভিত্তিক আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব,” বলেন জামায়াত আমির। সেই সঙ্গে তিনি সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম, লস্কর মো. তসলিম এবং ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স