ঢাকা | বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ছবির ক্যাপশন: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ad728

ওমানে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় ধোফার গভর্নরেটের সুলতান সাঈদ বিন তাইমুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অফ ওমান। 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন ওমানি এবং তিনজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।

দুর্ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ওমানি এবং নয়জন আমিরাতের নাগরিক। আহত আমিরাতিদের মধ্যে পাঁচজনই শিশু।
এর আগে গত সপ্তাহে ওমানে শিশুদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়। ওই দুর্ঘটনাটি ঘটে ইজকি গভর্নরেটের আল-রুসাইস এলাকায়, যেখানে একটি বাস একটি স্থির বস্তুতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, বাসচালক এবং তিনজন শিশু ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো ১২ জন শিশু বিভিন্ন ধরনের আঘাত পান।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স