ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন: নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
ad728

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে সোহেল রানা এবং একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিন উদ্দিন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময়, ৪০ বোতল বিদেশি মদসহ বাসযাত্রী সোহেল রানা এবং ২শ’ পিছ ইয়াবাসহ আমিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স