ঢাকা | বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে নির্বাচন কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে নির্বাচন কমিশন ছবির ক্যাপশন: আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে নির্বাচন কমিশন
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে  নির্বাচন কমিশন। 


সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভায় শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ আইজিপি, বিজিবি ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি,  এনএসআই ও ডিজিএফআইয়ের ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য  বৈঠকে যোগ দিয়েছেন।

ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি।

বৈঠকে ইসির চার কমিশনার, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স