ঢাকা | বঙ্গাব্দ

গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসেনি বলে মন্তব্য করেছেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এটা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখনও যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো চ্যালেঞ্জ নেই বলে দাবি করেন তিনি।

পি আর ইস্যুতে তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে রাজনৈতিক সিদ্ধান্ত কী হয় সেটার অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেন কমিশনার।

এ সময় আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স