ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া সফরে পিট হেগসেথ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছবির ক্যাপশন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ad728
দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (৩ নভেম্বর) এ সফরের অংশ হিসেবে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত ডিএমজেড পরিদর্শন করেন তিনি । এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

একটি সামরিক হেলিকপ্টারে ডিএমজেডের যৌথ নিরাপত্তা এলাকার কাছে একটি মার্কিন ঘাঁটিতে অবতরণ করেন হেগসেথ। এ সময় তার সাথে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ-ব্যাক।

মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদের সাথে বার্ষিক নিরাপত্তা পরামর্শমূলক বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এ আলোচনা সভায়, দুই দেশ তাদের সামরিক জোটের গতিপথ এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা পরিকল্পনা নির্ধারণ করবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা এবং সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা নিয়েও আলোচনা হবে হেগসেথ ও আনহ গিউ-ব্যাকের মধ্যে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স