এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরানোর চেষ্টা করে। পরে ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।এসময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। তারা জানান, স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা এ দেশে রাখবেন না। তারা এ বাড়ির জায়গায় খেলার মাঠ চান।
Reporter