ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান ছবির ক্যাপশন: ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান
ad728
গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন,গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। 

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার  ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান। 

এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স