ঢাকা | বঙ্গাব্দ

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2025 ইং
কলেজের শিক্ষার্থীদের ছবির ক্যাপশন: কলেজের শিক্ষার্থীদের
ad728
আগামী ১৫ দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও একমাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সাথে বৈঠক ও হামলাকারীদের আটকে আল্টিমেটামও দেন তারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দাবিগুলো হলো, এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথেই চলমান শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে আগামী দুইদিনের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে টেবিল টকের আয়োজন করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, অধিভুক্তি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাবির অধীনে আমাদের পরিচয় সংকট দেখা দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted