গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন প্রক্রিয়ার মাধ্যমে ওয়েবসাইটে ভিসা আবেদন চালু হবে। তবে ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে যে সকল আবেদনকারীর সাক্ষাৎকারের সূচি রয়েছে, তাদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।
পোস্টে আরও বলা হয়, আজ মঙ্গলবার থেকে প্রতি মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত থাকবে।