ঢাকা | বঙ্গাব্দ

ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
আন্তর্জাতিক চিত্র ছবির ক্যাপশন: আন্তর্জাতিক চিত্র
ad728
শিল্পের নতুন দিগন্ত উন্মোচনে ‘নতুন উদ্যমে শিল্পের যাত্রা’ শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।

আয়োজকরা জানান– প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক ও কানাডাসহ সাতটি দেশের প্রায় ১শ’ জন খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে। সেখানে পেইন্টিং, প্রিন্টমেকিং, ক্যালিগ্রাফি, রিকশা পেইন্টিং, মিনিয়েচার আর্ট ও ভাস্কর্যের নানা শিল্পকর্ম প্রদর্শিত হবে।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted