ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2025 ইং
গুলিবিদ্ধসহ আহত ৮ ছবির ক্যাপশন: গুলিবিদ্ধসহ আহত ৮
ad728

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে চারজনসহ ৮ জন আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক। আহতরা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইব্রাহিম জানান, তাদের এলাকার বিএনপি কর্মী মানিক, রতন, রহিদুলসহ অনেকে ইব্রাহিমদের পৈতৃক জমি জবরদখল করতে চায়। তারা জবরদখলে বাধা দিতে গেলে প্রতিপক্ষ হুমকিধামকি দেয়। শনিবার সন্ধ্যার পর বাজার থেকে আসার সময় ওরা তাদের ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের চারজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতের ভেতর কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অভিযুক্তরা সকলেই পলাতক রয়েছে। বিষয়টা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted