ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় বাসা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2025 ইং
রক্তাক্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: রক্তাক্ত মরদেহ উদ্ধার
ad728
রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চীনা নাগরিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যার পর সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন বলেও ধারণা করা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এক মাস আগে ওই বাসায় অঠেন। সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted