ঢাকা | বঙ্গাব্দ

মিশর থেকে ভ্রাম্যমাণ ১৫টি বাড়ি বহনকারী ট্রাক যাচ্ছে গাজায়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2025 ইং
মিশরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ ছবির ক্যাপশন: মিশরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ
ad728
ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আওতায় মিশর থেকে মোবাইল হোমের প্রথম চালান গাজা উপত্যকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরীয় বিভিন্ন গণমাধ্যম।

মিশরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিশরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে (হিব্রুতে কেরেম শালোম) প্রবেশ করে।

বর্তমানে গাজার মানুষদের বেশিরভাগ বাড়িঘর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় রাস্তায় থাকা ছাড়া গাজার বাসিন্দাদের আর কোন উপায় নেই।

ভিডিও ফুটেজে দেখা যায় যে রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলি চলাচল করছে। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted