বাংলাদেশের মহাকাশ খাতে নতুন মাইলফলক
বাংলাদেশের মহাকাশ খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ধূমকেতুএক্স (DhumketuX)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) নাহিয়ান আল রহমান ওলি ‘Space Situational Awareness & Responsible Space Behaviour’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী সংস্থা The International Institute for Strategic Studies (IISS) আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার নীতিনির্ধারক ও বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এই আলোচনায় এশিয়ার মহাকাশনীতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
ভিসা জটিলতায় হানজালা রহমান মুন্নার সফর বাতিল
ধূমকেতুএক্সের হেড অব ম্যানেজমেন্ট হানজালা রহমান মুন্না শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে সিঙ্গাপুর সফর বাতিল করতে বাধ্য হন। তবে নাহিয়ান আল রহমান ওলি বাংলাদেশের মহাকাশ খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এই কর্মশালায়।
নাহিয়ান আল রহমান ওলি: এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক মোফিদুল আলম স্যার এবং এআরএমসি-এর অধ্যক্ষ কামরুল হাসান মিলন স্যারকে ধন্যবাদ জানিয়েছেন ধূমকেতুএক্স কর্তৃপক্ষ।
বাংলাদেশের মহাকাশ গবেষণায় ধূমকেতুএক্সের এই অংশগ্রহণ আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।