ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বাসার সামনে গাড়ি চালককে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2025 ইং
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ad728

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বাসার সামনেই ইকবাল (৪০) নামে একজন গাড়ি চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল পটুয়াখালী জেলার বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামের বারেক মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।

নিহতের স্ত্রী কুলসুম জানান, তার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এলাকার কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তার স্বামী আর বেঁচে নেই। তবে ইকবালের সাথে কি নিয়ে পূর্ব শত্রুতা ছিল সে বিষয়টি তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাথারি কোপানোর ফলে জখম হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted