ঢাকা | বঙ্গাব্দ

আগে স্থানীয় ভোট করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728
স্থানীয় নির্বাচন আগে করতে গেলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। কারণ স্থানীয় নির্বাচনের জন্য একবছরের মতো সময় প্রয়োজন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরোকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর বা পরের বছর জুনে নির্বাচনের কথা বলেছেন। জনগনও ভোট দিতে আগ্রহী। এ সময় ভোটার তালিকা হালনাগাদে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটির কাজ চলমান রয়েছে। এ সময় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted