ঢাকা | বঙ্গাব্দ

রমজানের চাঁদ উঠেছে সৌদিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2025 ইং
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ছবির ক্যাপশন: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
ad728
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে রমজান মাস।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে সৌদি আরবে চাঁদ দেখার তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।

এদিকে, অস্ট্রেলিয়ায় আগামীকাল শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন।

এছাড়া ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দু’টিতেও রোববার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted