ঢাকা | বঙ্গাব্দ

কিউইদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেলো ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2025 ইং
চ্যাম্পিয়নস ট্রফিতে ছবির ক্যাপশন: চ্যাম্পিয়নস ট্রফিতে
ad728
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। তাদের দেয়া ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইরা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হলো রোহিত শর্মার দল। যার ফলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শুভমান গিল। দাঁড়াতে পারেননি রোহিত-কোহলিও। চতুর্থ উইকেটে আক্সার প্যাটেল ও শ্রেয়াশের ৯৮ রানের জুটিতে ঘুড়ে দাঁড়ায় ভারত। ৪২ রানে আক্সার আর ৭৯ রানে ফিরতে হয় শ্রেয়াসকে। হার্দিক পান্ডিয়ার ৪৫ আর রাহুলের ২৩ রানে ২৪৯ এ আটকে যায় রোহিতের দল। কিউইদের হয়ে ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি।

জবাবে ১৭ রানের মাথায় হার্দিকের বলে রাচিন রবিন্দ্রর দুর্দান্ত ক্যাচ নেন আক্সার প্যাটেল। ২২ রান করে বরুনের বলে বোল্ড হন উইল ইয়াং। ড্যারেল মিচেল, টম ল্যাথাম আর গ্লেন ফিলিপসও লম্বা করতে পারেননি ইনিংস। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিফটি হাঁকান উইলিয়ামসন। ৮১ রান করে কেইন আউট হলে প্রতিরোধ ভাঙে কিউইদের। শেষ দিকে মিচেল স্যান্টনারের ২৮ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট শিকারে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted