দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শুভমান গিল। দাঁড়াতে পারেননি রোহিত-কোহলিও। চতুর্থ উইকেটে আক্সার প্যাটেল ও শ্রেয়াশের ৯৮ রানের জুটিতে ঘুড়ে দাঁড়ায় ভারত। ৪২ রানে আক্সার আর ৭৯ রানে ফিরতে হয় শ্রেয়াসকে। হার্দিক পান্ডিয়ার ৪৫ আর রাহুলের ২৩ রানে ২৪৯ এ আটকে যায় রোহিতের দল। কিউইদের হয়ে ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি।
জবাবে ১৭ রানের মাথায় হার্দিকের বলে রাচিন রবিন্দ্রর দুর্দান্ত ক্যাচ নেন আক্সার প্যাটেল। ২২ রান করে বরুনের বলে বোল্ড হন উইল ইয়াং। ড্যারেল মিচেল, টম ল্যাথাম আর গ্লেন ফিলিপসও লম্বা করতে পারেননি ইনিংস। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিফটি হাঁকান উইলিয়ামসন। ৮১ রান করে কেইন আউট হলে প্রতিরোধ ভাঙে কিউইদের। শেষ দিকে মিচেল স্যান্টনারের ২৮ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট শিকারে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।