ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল ছেড়েছেন মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2025 ইং
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবির ক্যাপশন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ad728

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১ টার দিকে তিনি নিজ বাসায় ফেরেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন মহাসচিব।

গত ১ মার্চ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স