শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১ টার দিকে তিনি নিজ বাসায় ফেরেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন মহাসচিব।
গত ১ মার্চ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।