শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।
নিনিহতের সহকর্মী নাজমুল বলেন, আজ সকালের দিকে আমরা মতিঝিলস্থ কমলাপুর এলাকায় মেট্রোরেলের নির্মাণের কাজ করছিলাম। এ সময় নাঈম অসাধারণতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে বারোটার দিকে নাঈম মারা যায়।হত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে