আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের অষ্টাদশ আসরের। ২৫ মে একই মাঠে আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে। আগের আসরেও চোটজর্জর ফিটনেস নিয়ে আইপিএল খেলতে নেমেছিলেন বুমরাহ। এবার শুরু থেকেই তাকে পাওয়ার প্রত্যাশা ছিল মুম্বাইয়ের। তবে তাকে প্রথম দুয়েক সপ্তাহ পাওয়া যাবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ফলে মুম্বাইয়ের স্কোয়াডে ডানহাতি এই তারকা পেসার যোগ দিতে পারেন এপ্রিলের মাঝামাঝিতে।
বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিঠের চোটের পুনর্বাসনে আছেন বুমরাহ। এ নিয়ে সংবাদমাধ্যমটিকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘বুমরাহ’র মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে। ইতোমধ্যে বোলিং–ও শুরু করেছেন তিনি। তবে পুরোদমে বোলিং কিংবা আইপিএলের শুরুতেই তার ক্রিকেটে ফেরাটা কঠিন। সৃষ্ট পরিস্থিতিতে এপ্রিলের প্রথম সপ্তাহে তার পুরোদমে ক্রিকেটীয় প্রতিযোগিতায় ফেরাটা বাস্তবতা মনে হচ্ছে।’
সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– আইপিএলে নিজেদের প্রথম ৩-৪ ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানান, ‘(চোট পুনর্বাসনে) এটাই সঠিক কার্যপদ্ধতি। মেডিক্যাল বিভাগ পর্যায়ক্রমে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বাড়াতে কাজ করছে। যদি অন্তত কয়েকদিন কোনো অস্বস্তি ছাড়াই বুমরাহ বল করতে না পারেন, মেডিক্যাল বিভাগের পক্ষেও তাকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।’