ঢাকা | বঙ্গাব্দ

সার্জারি নিয়ে কেউ প্রশ্ন করুক, আমি চাই না

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কিন্তু নানা সময় নিন্দুকদের আলোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ইন্টারনেটে অনেকে দাবি করেন, সেমন্তীর রূপের রহস্য নাকি সার্জারি; মুখে অস্ত্রোপচারও করিয়েছেন!

একদিকে যেমন সেমন্তীর রূপ নিয়ে আলোচনা-সমালোচনা, অন্যদিকে এসব নিয়ে সরাসরি প্রশ্নের মুখেও পড়েন অভিনেত্রী। বলা বাহুল্য, এ নিয়ে ব্যাপারটি অভিনেত্রীর কাছে একরকম বিব্রতকর! সেমন্তী কি কি সার্জারি করিয়েছে, প্রশ্নের মাঝে এসবই থাকে সবচেয়ে বেশি। 

তাই তো সেমন্তী এ ধরনের প্রশ্নের মুখে পড়তে খুব বিব্রতবোধ করেন। এ নিয়ে সেমন্তী বলেছেন, ‘আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, তুমি কি কি সার্জারি করিয়েছ! এটাই আমি শুনতে চাই না। আবার অনেকে জিজ্ঞাসা করে- তোমার ফেইস কি ন্যাচারাল নাকি তুমি অন্য কিছু করেছো!’


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স