ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণের বিচারের দাবিতে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (বিশেষ প্রতিবেদক)

দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি, গাজীপুর মহানগর শাখা। বিশেষ করে মাগুরায় আট বছরের শিশু "আছিয়া" কে নির্মমভাবে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনটি ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায়। 


রবিবার (৯ মার্চ) রাত ১০টায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শফিউদ্দিন কলেজের সামনে থেকে মশাল হাতে মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাত সাড়ে ১০টায় শেষ হয়। 



মিছিলে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, "শিশু আছিয়াসহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।" 


তারা আরও বলেন, "ধর্ষণ বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমাদের মা-বোনেরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।" 


মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের সদস্য সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন -


- ° যুগ্ম আহ্বায়ক: মোজাম্মেল হোসেন, আকাশ ঘোষ, তানজিল 


- ° যুগ্ম সদস্য সচিব: নাহিদ হাসান শাওন 


- ° সংগঠক: সাইফুল ইসলাম আকাশ 


- ° আহ্বায়ক সদস্য: মো. আকাশ খান, মৃদুল, আব্দুল কাইয়ুম, আরিয়ান হৃদয়, মো. আকাশ, আবু ইসহাক রুহুল্লাহ 


- ° টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি: শাদীদ মারজান নাফি, নাজমুল ইসলাম সরকার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি 


এছাড়াও সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। 


এ ধরনের গণসচেতনতামূলক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা বলেন, ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কেবল প্রশাসন নয়, পুরো সমাজকেও সোচ্চার হতে হবে। একমাত্র কঠোর শাস্তি ও সামাজিক প্রতিরোধই পারে এই অপরাধ নির্মূল করতে। 

 

বিক্ষোভ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে ছিলেন। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও সাধারণ জনগণের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 


জাতীয় নাগরিক পার্টির এ ধরনের কর্মসূচি সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংগঠনটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ধর্ষণের ঘটনার দ্রুত বিচার না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  



নিউজটি আপডেট করেছেন : Mosaddek Hossain Rafio

কমেন্ট বক্স