ঢাকা | বঙ্গাব্দ

বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
তিনি বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারে‘এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।’

প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তারই সন্তান প্যারিস।ন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন?’ 

‘এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।’

প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তারই সন্তান প্যারিস।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স