ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জাহাজের ক্যাপ্টেন-নাবিকের মুক্তির চেষ্টা চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল ভেনেজুয়েলার বন্দরে আটক ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারের জন্য ব্রাসিলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী করছে? এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অগ্রগতি আছে কি না?

উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম অনুযায়ী মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করা হয়।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স