ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়া বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তারকৃত ভিপি হেলাল উদ্দিন (৪৫) পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিন ওরফে ডুপির বাপের ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। এ ছাড়া গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলার মির্জাপুর বাজারে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করতে চাইলে স্থানীয় লোকজনের উপস্থিতি পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। সে সময় মিছিলে স্লোগান দিতে দেখা যায় তাকে। এরপর থেকেই পুলিশ গ্রেপ্তারের জন্য তৎপর হয় এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স