ঢাকা | বঙ্গাব্দ

রানার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা প্রসঙ্গে যা বলছেন অধিনায়ক শান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চলমান আসরেও আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন এই গতিময় পেসার। ডাক পেয়েছেন পাকিস্তানের সুপার লিগ পিএসএলে। সেখানে পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করবেন বাবর আজমের মতো তারকা। 

বাংলাদেশের উঠতি সেনসেশন নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে নানা প্রশ্ন। বিশেষ করে এনওসি পাবেন কি না তা নিয়ে চলছে আলোচনা। এরইমাঝে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন নাহিদ রানার অবশ্যই খেলা উচিৎ বিদেশি এই লিগে। 

তবে বাইরের লিগে খেলার প্রশ্নে চলে আসে রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নানা কথা। শান্ত জানালেন ডিপিএলের দল আবাহনী পুরো নজর রাখছে রানার দিকে, ‘বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কথা বার্তা হচ্ছে। যেটা সব থেকে ভালো দিক, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে করছে। ন্যাশনাল টিমে যারা ফিজিও-ট্রেনার, যারা আবাহনীতে কাজ করছেন, তারা এটা মেইনটেইন করছে।'

শান্তর ভাষ্য, 'এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। সেই এনার্জি নিয়েই খেলছে। আশা করব সামনে যে ম্যাচগুলো আছে, যে পরিকল্পনা দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এবং এখান থেকে সে অনুযায়ীই সে খেলবে। আমি আশা করব পরের ম্যাচগুলো দিয়ে সে যেন সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করে।'


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স