ঢাকা | বঙ্গাব্দ

সকল জেলায় নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পল্লী বিদ্যুৎকর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। পল্লী বিদ্যুৎ সমিতি মোট ৫৬ জনকে(০৪+২৫+০২+২৫) পাঁচ ক্যাটাগরিতে (০১+০১+০২+০১) যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী-পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র সরাসরি/ডাকযোগে গ্রহণ করা হবে। পল্লী বিদ্যুৎ চাকরির সরাসরি/ডাকযোগে আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলবে। এই সময়ের মধ্যে https://reb.gov.bd/ প্রবেশ করে নোটিশ বোর্ড (Notice Board) থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।

তারপর শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ০৩ কপি রঙিন সত্যায়িত ছবি, (Passport Size Photo) দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।

অবশ্যই আবেদন পত্র ও খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম ও বিষয়ে উল্লেখ থাকবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে (আবেদন চলাকালীন সময়ে) অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে (দাখিল করতে হবে)।

এছাড়াও পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন ফি (Application Fee) অফিসিয়াল সার্কুলারের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে। আবেদন ফি পূরণ করার পদ্ধতি পরিষ্কারভাবে অফিশিয়াল সার্কুলার ইমেজে উল্লেখিত রয়েছে।

আবেদনকারীরা সরাসরি/ডাকযোগে/অনলাইনে পল্লী বিদ্যুৎ-এ চাকরির আবেদন করতে পারবেন। 

সার্কুলারের তারিখ ও সময়

প্রকাশের তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ০৩, ০৯ ও ১৬ মার্চ ২০২৫ ইং।

আবেদন করার শুরুর তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ০৫, ০৯ ও ১৭ মার্চ ২০২৫ ইং।

আবেদন করার শেষ তারিখ: ১৬, ১৭, ২০ মার্চ ও ০৮ এপ্রিল ২০২৫ ইং।

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নিয়োগকর্তার/সংস্থার নাম:    পল্লী বিদ্যুৎ।

নিয়োগকর্তার ধরন:    সরকারি

চাকরির ধরন:    সরকারি চাকরি

জব ক্যাটাগরি:    ০১+০১+০২+০১টি।

মোট লোক সংখ্যা:    ০৪+২৫+০২+২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা:    অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।

লিঙ্গ:     নারী ও পুরুষ উভয়।

অভিজ্ঞতা:   নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।

বয়স সীমা:    সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসর, ও কোটা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর হতে হবে।

বেতন/গ্রেড:    ১৫,৫০০/- টাকা থেকে ৩৯,১৭০/- টাকা

আবেদন করার পদ্ধতি/ধরন:    সরাসরি/ডাকযোগ পল্লী বিদ্যুৎ সার্কুলার অনুযায়ী।

আবেদন ফি:    চাকরির বিজ্ঞপ্তিতে দেখুন।

ফি জমা দেওয়ার পদ্ধতি:    ব্যাংক ড্রাফটের মাধ্যমে।

প্রকাশের তারিখ:    ২৪ ফেব্রুয়ারি, ০৩, ০৯ ও ১৬ মার্চ ২০২৫ ইং।

আবেদন শুরুর দিন:    ২৪ ফেব্রুয়ারি, ০৫, ০৯ ও ১৭ মার্চ ২০২৫ ইং।

আবেদনের শেষ দিন:    ১৬, ১৭, ২০ মার্চ ও ০৮ এপ্রিল ২০২৫ ইং।

কর্তৃপক্ষের ওয়েবসাইট:    https://reb.gov.bd/


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স