উদ্ভাবনের জন্য একটি সঠিক চিন্তা দরকার। সেই চিন্তাকে একটি ধারণা এ পরিণত করতে হবে। সেই ধারণার উপর কাজ করে উদ্ভাবন করা সম্ভব। কোন বিষয়ের উদ্ভাবনের জন্য এর আগে কি কি কাজ হয়েছে সে সম্পর্কে অনুসন্ধান করে ভালো ধারণা পাওয়া যাবে।স্কুলটির কথা ভাবুন। স্কুলের সভাপতি তিনি স্কুলের গণ্ডির বাইরে লেখাপড়া করেননি। এমন অনেক স্কুল আছে যেখানকার সভাপতি উচ্চশিক্ষিত উচ্চবিত্ত কিংবা গবেষক। এই স্কুলটি নিঃসন্দেহে অন্য অনেক স্কুলের চেয়ে ভাল মানের। শিক্ষাকে আমাদের কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, শিক্ষাকে স্থানীয় চাহিদার সাথে সংগতি রেখে খাপ খাওয়াতে হবে। কে এই কাজ করতে পারেন? এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি আপনি। যিনি এই পরিবেশে আছেন। তাই আমি শিক্ষাকে সংজ্ঞায়িত করেছি 'জীবনের জন্য সাধারণ প্রস্তুতি' হিসেবে। সাধারণ প্রস্তুতির জন্য উদ্ভাবন দরকার। কারণ পৃথিবী সতত পরিবর্তনশীল। পৃথিবী থেকে ডাইনোসর উধাও হয়ে গেছে কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। বড় মানে টিকে থাকা না, সম্পদ মানেই সুন্দর থাকা না। উদ্ভাবনী বুদ্ধি দিয়ে পরিপার্শ্ব পরিবর্তন করে সুন্দর জীবন গড়তে হয়। তারই নাম শিক্ষা। উদ্ভাবন শিক্ষার অবিচ্ছেদ্য অনুসঙ্গ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক:
মোহাম্মদ মোশাহিদ মজুমদার
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব,হবিগঞ্জ
দৈনিক দুর্বার