ঢাকা | বঙ্গাব্দ

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকার সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌর সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সুলতান হোসেন সাগর। তিনি সাভার ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। পেশায় রংমিস্ত্রি।

প্রত্যাক্ষদর্শী জানান, রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। সে সিআরপি তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাকে উপর্যুপরি কুপিয়ে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা সাগরকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধুর সাথে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted