ঢাকা | বঙ্গাব্দ

কমলাপুর স্টেশনে কনটেইনার ট্রেন লাইনচ্যুত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে একটি কনটেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউনলাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।

দ্বায়িত্বশীল সূত্রগুলো বলছে, বগি লাইনচ্যুতির এ ঘটনায় আজ ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted