সবকিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে হবে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান। একই ভেন্যুতে হতে পারে আসরের প্রথম ম্যাচ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রস্তুত করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশাখাপত্তনমের পাশাপাশি পাঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরেলার তিরুঅনন্তপুরম এবং আসামের গুয়াহাটিতে। এসব ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে আবহাওয়া এবং যাতায়াতের কথা।
গতকাল শনিবার কলকাতায় বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ছিল। সেখানেই পাঁচটি মাঠে খেলা হওয়ার বিষয়টি ঠিক করা হয়।
পাকিস্তান যদি আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তারা নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কোনও মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় হবে। বাকি সব দেশই খেলবে ভারতে।