ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতরে আসছে মনজিল হাসানের বিশেষ নাটক ‘কন্যা’

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (বিশেষ প্রতিবেদক)

আসন্ন ঈদুল ফিতরে জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে তরুণ নির্মাতা ও নাট্যকার মনজিল হাসানের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘কন্যা’। নাটকটির মূল গল্প ভাবনা বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মনসুর রহমান চঞ্চলের।


‘কন্যা’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হারুন রশীদ বান্টি, টুনটুনি সোবহান, হানিফ পালোয়ান, শারমিন শর্মি, খান রশ্নি, অদিতি আহমেদ, সিফ্যাত বণ্যা সহ আরও অনেককে।


নাটকটি নিয়ে নির্মাতা মনজিল হাসান বলেন,
"এদেশের মাটি, প্রকৃতি ও গ্রামের প্রতি সবসময়ই আমার আলাদা একটা টান রয়েছে। তাই ‘কন্যা’ নাটকের শুটিং করেছি গ্রামের পরিবেশে। শুটিং পরবর্তী কাজ এখন চলছে। গল্পনির্ভর একটি নাটক তৈরি করার চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ভালোবাসা ও মূল্যায়নের ওপর নির্ভর করছে।"


ঈদ উপলক্ষে নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। নাটকের প্রচারিত টিজার ও পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, ‘কন্যা’ নাটকটি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেবে।


নিউজটি আপডেট করেছেন : Mosaddek Hossain Rafio

কমেন্ট বক্স