‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘তামিম আজকে সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকা নেওয়া হবে। এই প্রোগ্রাম (সিদ্ধান্ত) নিয়েছে তার পরিবার। সম্ভবত এভারকেয়ারে যাবে তারা ইফতারের পর। শঙ্কাটা কেটে গেছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।’ডিপিএলে তামিমের দলের এই পরিচালক আরও বলেন, ‘এয়ার এম্বুলেন্সে যাবে না, প্রটোকল নিয়েই যাবে এম্বুলেন্সে। সে ভালো আছে রেস্ট নিচ্ছে। আমার সঙ্গে দেখা হয়নি তার, তার স্ত্রী আছে আর একজন অ্যাটেন্ডেন্স ছাড়া স্বাস্থ্যগত কারণে কারও সাক্ষাতের অনুমতি নেই।’
নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক
কমেন্ট বক্স