ঢাকা | বঙ্গাব্দ

ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর সদরঘাটে লঞ্চ পরিদর্শন শেষে এ তথ্য জানান কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজীমুল ইসলাম।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তায় থাকবে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, ঈদে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে টহল দেয়া হচ্ছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স