ঢাকা | বঙ্গাব্দ

জয় পায়নি বার্সেলোনাও

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঘরের মাঠে তাদেরকে রুখে দিয়েছে রিয়াল বেতিস।

রিয়ালের আকস্মিক হারে উজ্জীবিত বার্সা শুরুটা করে দুর্দান্ত। কিক অফের সাত মিনিট পর ফেরান তোরেসের বাড়ানো বলে গাভির শটে লিড নেয় তারা।

তবে ১৭তম মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান বেতিসের নাতান। পরে বার্সা আর পারেনি ৩৮ বছর বয়সী গোলকিপার আদ্রিয়ানের বাধা পার হতে।

ঘরের মাঠে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৩ শট নেয় বার্সেলোনা, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। আর বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষ‍্যে।

ভালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল ৬ পয়েন্ট এগিয়ে যাওয়ার। বেতিসের বিপক্ষে ড্র করায় সেটা সম্ভব হলো না।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স