ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় ৬০ জনের প্রাণহানি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৮ এপ্রিল) উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত হয় আরও পাঁচজন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ চালাচ্ছে তেলআবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেটসহ মোতায়েন করা হয়েছে আরও ভারি ভারি যুদ্ধযান।

এর আগে, দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় আইডিএফ।প্রাণ হারায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি। দেড় বছর ধরে চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে অর্ধলক্ষেরও বেশি মানুষের।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স