মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়।
শহরের কোর্টমোড় ঘুরে মিছিলটি শহীদ হাসান চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মোড়লরা চুপ করে আছে। তারা অবিলম্বে ইসরায়েলের এ বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।