ঢাকা | বঙ্গাব্দ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শুজাইয়া পাড়ায় আবাসিক ভবনগুলোতে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে ৮০ জন নিখোঁজ রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৭০০ জনের মতো আহত হয়েছেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখ ১৫ হাজারের বেশি।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স