মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা (দোখলা) এলাকার শাকিল বেপারীর ভাড়া দেওয়া টিনশেড ঘরের ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, অগ্নিকাণ্ডের সময় ভাড়াটেরা কারখানায় থাকায় প্রতি ঘরেই তালাবদ্ধ ছিল। কেউ কোনো মালামাল বের করতে পারেননি। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২২টি ঘরে থাকা পোশাক শ্রমিকদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।